সহে না যাতনা
দিবস গণিয়া গণিয়া বিরলে
নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে--
সখা হে, এলে না।
সহে না যাতনা॥
দিন যায়, রাত যায়, সব যায়--
আমি বসে হায়!
দেহে বল নাই, চোখে ঘুম নাই--
শুকায়ে গিয়াছে আঁখিজল।
একে একে সব আশা ঝ'রে ঝ'রে প'ড়ে যায়--
সহে না যাতনা॥
No comments:
Post a Comment
Thank you for your message, I see all your messages, it is not possible to reply many times due to busyness, I hope I will reply to everyone in time, thank you for being with me. Thanks you watching my content. Please like, Follow, Subscribe.